Tuesday, January 25, 2022

আগে কি সুন্দর দিন কাটাইতাম (১০)!

 আগে আমরা শিক্ষার্থীরা দলবেঁধে স্কুলে যেতাম। আমাদের মা-বাবারা আমাদের শুধু একদিন স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে এসেছেন। এরপর আর কোন দিন স্কুলে যেত না। আমরা শিক্ষার্থীরা একত্রে স্কুলে যেতাম এবং আসতাম। খুবই ভালো লাগতো। কখনো কখনো অন্য পাড়ার শিক্ষার্থীদের সাথে কোন বিষয় নিয়ে মনোমালিন্য হতো, ঝগড়া লেগে যেত। কিন্তু পরক্ষণে আমরা আবার মিলে যেতাম। গলাগলি ধরে হাঁটতাম। আমাদের মধ্যকার ঝগড়া কখনো চিরস্থায়ী ঝগড়ায় পরিনত হতো না। এখন দেখি পুরা বিপরীত চিত্র! ঝগড়া-বিবাদ হলে মানুষ আর অন্যের সাথে কথা বলে না। এমন কি অন্যের বিরুদ্ধে মামলাও করে দেয়। আয় রে জামানা! আরও কত কি দেখতে হবে কালে কালে ??? আগে কি সুন্দর দিন কাটাইতাম !



No comments:

Post a Comment

 Logo by Swapon