আগে আমরা গাওয়ালে যেতাম। আমাদের এলাকায় আগে পিয়াজ, মরিচ, খনিয়া, ডাল ইত্যাদি হতো। আমরা নৌকা নিয়ে পলহান, রাতুরা যেতাম গাওয়াল করার জন্য। গাওয়াল মানে হল পিয়াজ, মরিচ, খনিয়া, ডাল দিয়ে নৌকা ভরে কাঁঠাল আনা। প্রতি বছর আমরা ২/১ বার এই গাওয়ালের মাধমে কাঁঠাল এনে উগার তলায় রাখতাম। প্রতিদিন সকালে কাঁঠাল পাকার গন্ধে মন ভরে যেত। এই পাকা কাঁঠালের গন্ধে সকাল না হতে ঘুম থেকে উঠে যেতাম এবং কাঁঠাল খেয়ে মনের তৃপ্তি মেটাতাম। অনেক সময় নিজেই একটা পুরো কাঁঠাল খেয়ে ফেলতাম (ছোট সাইজ হলে)। বড় কাঁঠাল হলে পরিবারের সবাই মিলে খেতাম। কখনো কখনো পাড়া প্রতিবেশীরাও আসত। এই গাওয়ালের সময় দুই/একটা কাঁঠাল যে পিয়াজ, মরিচ বিনিময় ছাড়া আনতাম না তা কিন্তু সত্যি করে বলতে পারবো না! আগে কি সুন্দর দিন কাটাইতাম !
No comments:
Post a Comment