২০২১ সালে দেশে ৫ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৭ হাজার ৮০৯ জন। আহত হয়েছে ৯ হাজার ৩৯ জন। সড়ক, রেল ও নৌপথে মোট দুর্ঘটনার ৯১ শতাংশই সড়কে ঘটছে। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০২১’ প্রকাশ করে। প্রতি মাসে গড়ে ৪৭০ টি সড়ক দুর্ঘটনায় ৬৫১ জন করে মানুষ মারা গেছে। দৃষ্টির অগোচরেও আরও অনেক সড়ক দুর্ঘটনায় আরও অনেক মানুষ মারা গেছে বলে ধারনা করা হয়। কেউ কেউ আবার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গুত্বকে সারা জীবনের জন্য বরণ করে কাটাচ্ছেন মানবেতর জীবন।
এ সড়ক দুর্ঘটনা রোধকল্পে কতিপয় প্রস্তাব পেশ করছি। (১) অযোগ্য ও অদক্ষ ড্রাইভারদের সনাক্ত করে তাদের লাইসেন্স জব্দ করা, (২) ট্রাফিক আইন পরিপালনে জনসচেতনতা বৃদ্ধি করা (৩) রাস্তা প্রসস্থ করা, (৪) মাদকদ্রব্য গ্রহণকারী ড্রাইভারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, (৫) রোডে প্রয়োজনীয় ডিভাইডার দেয়া, (৬) ভাঙ্গা রাস্তাঘাট মেরামত করা, (৭) ওভারটেকিং না করা, (৮) ব্যবহার অনুপযোগী গাড়ী রাস্তায় না চালানো, (৯) যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, (১০) ওভার ব্রীজ ব্যবহারে জনগনকে উৎসাহী করা, (১১) রাস্তায় পৃথক/আলাদা লেন করা, (১২) যত্রতত্র গাড়ী পার্কিং না করা, (১৩) ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ করা, (১৪) রেল ক্রসিং-এ ওভার ব্রিজ স্থাপন করা ও (১৫) কম গতি সম্পন্ন গাড়ী প্রধান সড়কে চলতে না দেয়া।
সড়ক দুর্ঘটনা রোধে সরকারসহ সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ একটি সড়ক দুর্ঘটনা: সারা জীবনের কান্না !!
-স্বপন রোজারিও (মাইকেল), তারিখ: ২৩/০১/২২
২০২১ সালে দেশে ৫ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৭ হাজার ৮০৯ জন। আহত হয়েছে ৯ হাজার ৩৯ জন। সড়ক, রেল ও নৌপথে মোট দুর্ঘটনার ৯১ শতাংশই সড়কে ঘটছে। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০২১’ প্রকাশ করে। প্রতি মাসে গড়ে ৪৭০ টি সড়ক দুর্ঘটনায় ৬৫১ জন করে মানুষ মারা গেছে। দৃষ্টির অগোচরেও আরও অনেক সড়ক দুর্ঘটনায় আরও অনেক মানুষ মারা গেছে বলে ধারনা করা হয়। কেউ কেউ আবার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গুত্বকে সারা জীবনের জন্য বরণ করে কাটাচ্ছেন মানবেতর জীবন।
এ সড়ক দুর্ঘটনা রোধকল্পে কতিপয় প্রস্তাব পেশ করছি। (১) অযোগ্য ও অদক্ষ ড্রাইভারদের সনাক্ত করে তাদের লাইসেন্স জব্দ করা, (২) ট্রাফিক আইন পরিপালনে জনসচেতনতা বৃদ্ধি করা (৩) রাস্তা প্রসস্থ করা, (৪) মাদকদ্রব্য গ্রহণকারী ড্রাইভারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, (৫) রোডে প্রয়োজনীয় ডিভাইডার দেয়া, (৬) ভাঙ্গা রাস্তাঘাট মেরামত করা, (৭) ওভারটেকিং না করা, (৮) ব্যবহার অনুপযোগী গাড়ী রাস্তায় না চালানো, (৯) যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, (১০) ওভার ব্রীজ ব্যবহারে জনগনকে উৎসাহী করা, (১১) রাস্তায় পৃথক/আলাদা লেন করা, (১২) যত্রতত্র গাড়ী পার্কিং না করা, (১৩) ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ করা, (১৪) রেল ক্রসিং-এ ওভার ব্রিজ স্থাপন করা ও (১৫) কম গতি সম্পন্ন গাড়ী প্রধান সড়কে চলতে না দেয়া।
No comments:
Post a Comment