যুবারা সমাজের অভিচ্ছেদ্য অংশ এবং এ কথা অনস্বীকার্য যে, সমাজ উন্নয়নে যুব সমাজের গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। যুবকরা যুগে যুগে তাদের শ্রম ও মেধা দিয়ে সমাজটাকে ফুলের বাগানের মত তৈরী করে রেখেছিলো। এজন্যই আমাদের সমাজ এতো সুন্দর, এতো রঙ্গিন ছিলো। মানুষ মারা গেলে এই যুবরাই অন্তর থেকে কেঁদেছে, নিজ হাতে কবর খুঁড়েছে এবং সংকীর্তন করে মৃতদেহ সমাহিত করেছে। তাদের কোন চাওয়া-পাওয়া তো ছিলোই না বরং এটাকে তারা একটা সামাজিক দায়িত্ব হিসেবেই পালন করে ধন্য হয়েছে। যুবকরা এক সাথে পিয়াজের দানা লাগিয়েছে, নাইলা ক্ষেত নিরায়েছে .. আরো কত কি করেছে.. যার কোন হিসাব নেই। যুবকরা সংগঠন বানিয়ে সংগঠনের মাধ্যমে রাস্তা মেরামত করেছে, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছে, সমাজের গুণীদের সবংর্ধনা দিয়েছে, যুব সম্মেলন করেছে, পরীক্ষায় কৃতকার্যদের সবংর্ধনা দিয়েছে, সুপ্ত প্রতিভা বিকাশের জন্য ম্যাগাজিন করেছে, ফ্রি কোচিং করেছে .. আরো অনেক কিছু করেছে। কোন বিয়ে-শাদি হলে যুবরা বিয়ের খরি ফারা (লাকড়ী) থেকে শুরু করে বিয়ের সাইদারী পর্যন্ত যাবতীয় কাজ সুসম্পন্ন করতো। আর গ্রামের মা-বোনরা (মহিলারা) রান্না করতো। এসব এখন হারিয়ে গেছে অতল গহবরে। এখন যে কি জামানা এসেছে? ডেকোরেটর দিয়ে রান্না-বান্না-সাইদারী সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। ফলে বিয়ের যে আসল মৌলিকত্ব, তা হারিয়ে গেছে। এর ফলে আমাদের বিয়ের ঐতিহ্যবাহী খাবারগুলো যেমন মাংস দিয়ে ভাজি-মাসকলাই ডাল-আমিলা ডাল-দুধভাত ইত্যাদি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর এর স্থান দখল করেছে শহুরে পুলাও-বিরিয়াণী। এই দিকে আমাদের কোন নজর নেই।
lekhalekhi blog which is fantastic lekhalekhi blog site
এবার আসি বর্তমান যুব সমাজের দিকে। সত্যি কথা বলতে কি, বর্তমান যুব সমাজ আপাদ-মস্তক মাদকাসক্ত হয়ে পড়েছে। ঘরে মদ, বাইরে মদ, মদ আর মদ। বিয়েসহ যে কোন অনুষ্ঠানাদিতে মদের কোন জুরি নাই। মদ ছাড়া কোন অনুষ্ঠান হয় না। মরা মাটি দিতে মদ লাগে, কবর খুঁদতে মদ লাগে। হায়রে সমাজ!! এ সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে জানি না। মদের পিছনে ঘুরে সমাজ মেধাশূণ্য হয়ে গেছে। সারা গ্রাম খুঁজলেও একজন প্রকৃত শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ পাওয়া যায় না।
The best lekhalekhi blog in Dhaka, Bangladesh. lekhalekhi blog is outstanding.
এ ঘুনে ধরা সমাজকে বাঁচাতে হবে। যার যার লেভেল থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এটা শুধু প্যারিস কাউন্সিলের দায়িত্ব না, সংগঠনের দায়িত্ব নয়, মেম্বার-চেয়ারম্যানদের দায়িত্ব নয়। এই দায়িত্ব আমাদের সবার।
-স্বপন রোজারিও (মাইকেল), ঢাকা, ২৭/০১/২২
No comments:
Post a Comment